Pages

Subscribe:

Thursday, April 16, 2015

দাঁত, মুখ, মুখগহবর

লাডউয়িগ এনজিনা (Ludwig’s Angina) এনজিনা শব্দটি শুনলে আমরা অনেকেই ভাবি এটা বুঝি বুকে ব্যথা বা হৃদপিন্ডের ব্যথা। লাডউয়িগ এনজিনা আসলে তেমন কিছু নয়, তবে এটাতেও ব্যথা হয় এবং সেটা বুকে নয় বরং মুখে। এটা স্ট্রেপটোকক্কাস নামক একটি ব্যাকটেরিয়া জনিত মুখগহ্বরের সেলুলাইটিস (Cellulitis) জাতীয় একটি ইনফেকশন, থুতনির কাছে বাদামি হয়ে যাওয়া এবং মুখের ভেতর ফুলে যাওয়া সেই সাথে মুখে তীব্র দুর্গন্ধ হওয়া এসবই এই রোগের লক্ষন। এ রোগে অনেক সময় রোগীর ঢোক গিলতে অসুবিধা হয় এবং শ্বাস নিতেও অসুবিধা হতে পারে। এমন হলে রোগীকে অবশই নাক,কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার এর কাছে যেতে হবে। অনেক সময় শিরায় এন্টিবায়োটিক অসুধ ব্যবহারেই এই রোগ ভালো হয়ে যায়। তবে রোগটি আরো জটিল হয়ে গেলে অপারেশন এর প্রয়োজন হতে পারে। লোকাল এনেসথেসিয়া দিয়ে শুধু ঐ স্থানটি অবশ করে থুতনির নিচে সামান্য অংশ কেটে এই অপারেশন করা হয়। বেশী জটিল হলে রোগীর গলার ভেতরে নলও দেয়া (Tracheostomoy) লাগতে পারে।

0 comments:

Post a Comment